কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পশ্চিমপাড়া
বায়তুল্লাহ আমান শাহী জামে মসজিদ ও মাদরাসার উন্নতিকল্পে ১৯Ñ২১ ডিসেম্বর ৩ দিন ব্যাপী
১৩তম ইসলামী মহা সম্মেলন যথাযথভাবে সম্পন্নহয়েছে। জানা যায়, জেলা বিএনপি’র জলবায়ু
বিষয়ক সম্পাদক আলহাজ অধ্যাপক আঃ আউয়ালের সভাপতিত্বে প্রথম দিনের সম্মেলনের কাজ শুরু
হয়। সম্মেলনের উদ্বোধন করেন-সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া। এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। আর প্রধান
বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ মাওলানা অলি উল্লাহ। দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন অত্র
মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ সিরাজদৌলা। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক হৃদয় আহম্মেদ
উজ্জ্বল। ওই দিনের প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক। আর
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন-আলহাজ হাফেজ মাওলানা মুফতি হাসানাইন মাহমুদ সিদ্দিকি।
তৃতীয় অর্থাৎ শেষ দিনের সম্মেলনে সভাপতিত্ব করেন-অত্র মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান।
উদ্বোধন করেন-অত্র মাদরাসার কোষাধ্যক্ষ আলহাজ রুকন উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য
দেন-মেসার্স সরকার ট্রেডার্স-এর স্বত্ত¦াধিকারী মাজহারুল হক উজ্জ্বল সরকার। আর প্রধান বক্তার
বক্তব্য দেন-আলহাজ মুফতি আব্দুল্লাহ তাহের তাওহিদী। ধর্মীয় আলোচনান্তে আখেরী মোনাজাতের
মধ্যদিয়ে এ মহা-সম্মেলনের কাজ সমাপ্ত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি জাফর আলী ও অত্র
মাদরাসা কমিটির সভাপতি রুবেল মিয়ার সার্বিক ত্বত্ত¡াবধানে উক্ত মহা-সম্মেলনের কাজ সু-সম্পন্ন
হয়েছে। অত্র মসজিদ ও মাদরাসা কমিটি, শরীয়া ভিত্তিক সংগঠন হিলফুল ফুজুল ও স্থানীয় ক্রীড়া
সংগঠন টাইগার বয়েজ ক্লাবের সদস্যরাসহ এলাকাবাসী এতে পূর্ণ সহযোগিতা করেন।
কামরুল হাসান
০১৯১৩-৭৩৫৮৪২
২২ ডিসেম্বর,২০২৪