মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
চিকিৎসক সাবেক স্ত্রীর হামলায় এক চিকিৎসক স্বামী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই চিকিৎসককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের কলেজ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, কলেজপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ডাঃ সারোয়ার আলম ডিজিএইচএস মহাখালী এর সহকারী পরিচালক (প্রশাসন) হিসাবে কর্মরত রয়েছেন। তার সাবেক স্ত্রী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ ফারজানা আফরিন এর সাথে ২০১৯ সালের ৭ জুলাই আদালতের মাধ্যমে তালাক হয়ে যায়। তালাকের পরেও ডাঃ ফারজানা আফরিন নানাভাবে তার সাবেক স্বামী ডাঃ সারোয়ার আলম কে হয়রানী করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ডাঃ ফারজানা তার বেশ কিছু লোক-জন সহ লাঠিসোঁটা ও ধারালো কিছু অস্ত্র নিয়ে ডাঃ সারোয়ার আলমের বাড়ীতে হামলা চালায়। এ সময় ডাঃ সারোয়ার আলম বাড়ীতে একা থাকায় তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরতর জখম করে। তাদের কুড়ালের আঘাতে ডাঃ সারোয়ারের বা পায়ের গোড়ালীর লিগামেন্ট ছিড়ে যায়। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাঃ ফারজানা আফরিন এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ ও তার কর্মস্থলে তাকে পাওয়া না যাওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, বিষয়টি আমি শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান বলেন, তার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।