মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সরকারী কতৃপক্ষ ও স্থানীয় সুশীল সমাজের সাথে পল্লীশ্রী’র সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার(১৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিএমজেড ও নেটজ্ এর সহযোগীতায় পল্লীশ্রী’র বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠি সক্ষমতা শক্তিশালী করন(পরিবেশ) প্রকল্প সংলাপের আয়োজন করেন।
পল্লীশ্রী’র পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী এম এ মকিম চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম,সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, পল্লীশ্রী’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সামসুল হক,এ্যাডভোকেসী এসিসট্যান্ট নাজমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও প্রকল্পের সুবিধাভোগীরা সংলাপ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।