সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতক পৌরসভার মন্ডলীভোগ মহল্লায় শ্রীঃশ্রীঃ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গনে সনাতনী ভক্ত বৃন্দের উপস্হিতিতে এডভোকেট পীযুষ ভট্রাচার্যের সভাপতিত্বে
এক সাধারন সভা অনুষ্টিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সকল শ্রেণির সনাতনী ভক্তবৃন্দ। সকলের মতামত ও আলোচনা-পর্যালোচনার ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠন করা হয় এবং এই কমিটিকে সার্বজনীনভাবে অনুমোদন দেওয়া হয় যাতে আগামী দিনে শ্রীঃ লোকনাথ মন্দিরের সৌন্দর্য বর্ধনসহ উন্নয়নমূলক কাজ সম্পাদন করে দৃষ্টান্ত রাখতে পারেন সকলের মনমন্দিরে নাম রেখে যেতে পারেন। ডা: রাজীব চক্রবর্তীকে সভাপতি ও দেবব্রত দাস দেবুকে সাধারণ সম্পাদক এবং রাজন ঘোষ সাংগঠনিক সম্পাদক, সুজিত পাল ভুলুকে অর্থ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সভায় বিদায়ী সভাপতি অরুন অধিকারী ও সাধারন সম্পাদক বিদ্যুৎ সাহা গত কমিটির সকল কার্যক্রম ও আয়-ব্যয়’র হিসাব উপস্থাপন করেন। সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে নতুন পরিচালনা কমিটি গঠনে উপস্থিত সকল ভক্তবৃন্দ ও নির্বাচিত কমিটির সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।##