সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে-সাথে মাধবপুর শিখা সতেরো স্মৃতি সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের পর শিখা সতেরো স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাতক প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ছাতক পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, দিনব্যাপী বিজয় মেলা, ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সমুহে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আবু নাছির, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ##