কামরুল হাসান:
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা’র উদ্যোগে ১৭ ডিসেম্বর দেশব্যাপী নিজস্ব অর্থায়নে পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। তারই অংশ হিসেবে ওই দিন জামালপুর সদরের আশা ছোনটিয়া শাখার স্বাস্থ্য সেবা কেন্দ্রও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
আশা নারিকেলী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খাদেমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আঃ ছালাম মেম্বার ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক, ফিচার ও কলাম লেখক কামরুল হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অতঃপর আশা ছোনটিয়া শাখার ব্যবস্থাপক রইছ উদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-ফ্রি ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ৫-১৬ বছরের শিশু-কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো। ক্যাম্প পরিচালনা করেন আশা ছোনটিয়া শাখার স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেল্থ ইনচার্জ আমির হামজা। তাকে সহযোগিতা করেন- আশা ছোনটিয়া শাখার সহ-ব্যবস্থাপক কাজল মিয়া, শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী তামান্না, আশা, সুবর্ণা ও শাকিলা। উল্লেখ্য, আশা করপোরেট সোশ্যাল রেসপনসেবিলিটি (সিআরএস) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান
করে আসছে। যার অর্থ সংস্থাটির উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।