রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব! এই স্লোগানকে সামনে রেখে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ২৭৮ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
সোমবার (১৬ ই ডিসেম্বর ) সকাল ০৯ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত আকুয়া বাইপাস মারকাজ মাদ্রাসা প্রাঙ্গনে এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ করমসূচি অনুষ্ঠিত হয়।
“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ময়মনসিংহ জেলা টিম আজকের ক্যাম্পেইনে সর্বমোট ১২৯ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয় ।
এতে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সকলেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে।
যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
এ সংগঠনটি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা।
একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে সাধারণ মানুষ খুবই আপ্লুত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।
উক্ত ক্যম্পেইনে উপস্থিত ছিলেন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় সবুজায়ন বিষয়ক সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় পরিচ্ছন্নতা বিষয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ জেলা সমন্বয়ক আসাদুজ্জামান রনি সহ ময়মনসিংহ জেলার দায়িত্বশীল ও সাধারণ সেচ্ছাসেবী সহ মোট ১১ জন সেচ্ছাসেবী।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না।
এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি