1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৎপুর দারুল হাদিস মাদ্রাসার সাবেক ওস্তাদুল মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হাই আর নেই নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহবায়ক সাদেকুল, সদস্য সচিব বেলাল নরসিংদীর রায়পুরায় ইউএনও, এসিল্যান্ড ও আনসারকে লক্ষ্য করে গুলি। হরিলুটের বাতাস মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  ভালুকায় যাতায়াতের রাস্তায় পতিবন্ধকতার অভিযোগ  চালের বাজার নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিন : সরকারকে বাংলাদেশ ন্যাপ দোয়ারাবাজারে হতদরিদ্রদের নাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছাতকের সাবেক ছাত্রদল সভাপতি নুনু’’র’’ সাথে যুক্তরাজ্যে ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেন এর সবক প্রদান ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নবম বারের মতো সম্পাদক হলেন প্রফেসর আজাদ

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

 

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর 

গাজীপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড.আবুল কালাম আজাদ। রোববার সকাল ১১টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, টঙ্গী সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম এমদাদুল হক, কমিশনার হিসেবে ছিলেন ড. বিমল মল্লিক ও শাম্মি আক্তার মিলি। টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সভাপতি হন কলেজর অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এবং সহসভাপতি প্রফেসর ফারজানা পারভীন। এছাড়া টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন। শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৮৭ জন, তার মধ্য থেকে ৮১ জন ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেন। ড. আবুল কালাম আজাদ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নবম বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন ৩৬ ভোট পান। ডক্টর আবুল কালাম আজাদ বলেন, নবমবার টঙ্গী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক ৯ বার সরাসরি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্যিই ভাগ্য। এই বিজয় টংগী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। এই প্রতিষ্ঠানের সৌন্দর্য, উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরো সহায়ক হবে বলে মনে করি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হবে।

কথা হয় একাধিক বার নব – নির্বাচিত সফল সাধারণ সম্পাদক প্রফেসর ড.আবুল কালাম আজাদের সাথে তিনি জানান, টানা দীর্ঘ ৯ নবম বারের মতো
সাধারণ সম্পাদকের পদে স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলাম।
এতো সুন্দর নির্বাচন উপহার দেওয়ায়
নির্বাচন কমিশনার ও সকল ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী সরকারি কলেজের মান উন্নয়ন ও সকল শিক্ষক ও শিক্ষিকা সাথে সমন্বয়ে শিক্ষার্থীদের উন্নতমানের লেখা পড়া নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট