1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর রায়পুরায় ইউএনও, এসিল্যান্ড ও আনসারকে লক্ষ্য করে গুলি। হরিলুটের বাতাস মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  ভালুকায় যাতায়াতের রাস্তায় পতিবন্ধকতার অভিযোগ  চালের বাজার নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিন : সরকারকে বাংলাদেশ ন্যাপ দোয়ারাবাজারে হতদরিদ্রদের নাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছাতকের সাবেক ছাত্রদল সভাপতি নুনু’’র’’ সাথে যুক্তরাজ্যে ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেন এর সবক প্রদান ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন সরিষাবাড়িতে বয়ড়া বাজারে ক্রেতা বিক্রেতার সাথে মারামারি আহত ৫ ঈশ্বরদীতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব এর সদস্য মুশফিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ দায়ের! প্রশাসন নীরব

সভাপতি মকবুল, সম্পাদক ফজলু ছাতকে সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

 

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন (চট্র-১৯২৬) অন্তর্ভুক্ত ছাতক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

৯১৭জন ভোটারের মধ্যে ৮০৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে বিশিষ্ট রাইটার, প্রধান নির্বাচন কমিশনার শামছুদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার প্রবীন মুরব্বি আলা উদ্দিন, মনির হোসেন, জামাল উদ্দিন, সোনা মিয়া, ফখর উদ্দিন, জমশিদ আলী, হেলাল মিয়া, আবদুল মালিক, মাছুম আহমদ, মুহিবুর রহমান ও কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন ছাতক থানা পুলিশ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সভাপতি পদে ৪৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম (১) পেয়েছেন ২৮৫ ভোট। ১৫ ভোট পেয়েছেন আবুল কালাম (২)। সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী। ২৮৭ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সামছুদ্দিন ও ২৪৯ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দালী। অন্যান্য প্রার্থীদের মধ্যে নবীর হোসেন ২৪৭, কালা মিয়া ১৮৪, জালাল উদ্দিন ১১৯, সাইফুর রহমান ৬৫ ও দুলাল মিয়া পেয়েছেন ৫৯ ভোট। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন দুইজন প্রার্থী। ৪১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ৩৮৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন দুইজন প্রার্থী। এর মধ্যে ৩৮৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর রহিম পেয়েছেন ২৮৪ ভোট।

 

 

এই পদে সুয়েব আহমদ পেয়েছেন ১১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে ১৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মখলিছ মিয়া পেয়েছেন ১৮৪ ভোট। এইপদে শরিফুল ইসলাম ১৮২, সাইফুর রহমান ১৫০, ছোরাব আলী পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৩৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মন্নান পেয়েছেন ২২০ ভোট। ওই পদে আলী আহমদ জানু ১৮৫ ভোট পেয়েছেন। সদস্য পদে ৪জন নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেন ১০জন প্রার্থী। এর মধ্যে ৩৪৯ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন লোকেছ মিয়া, ২৪৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন খালেদ মিয়া, ২৩৫ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোর্শেদ মিয়া, ২২০ ভোট পেয়ে ৪র্থ সদস্য নির্বাচিত হয়েছেন আকবর আলী। এছাড়া অন্যান্য সদস্য প্রার্থীদের মধ্যে সাদ্দাম মিয়া ১৮১, মুজিবুর রহমান ১৭৬, কাহার মিয়া ১৫৯, ফরহাদ মিয়া ১৪৯, আবুল হোসেন ১৩৯, জাবেদ মিয়া ১৩৬ ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট