মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার :
মাদারীপুর জেলার শিবচর থানাধীন ভদ্রাসন ইউনিয়নে মামলাবাজ এক দম্পতির বিরুদ্ধে নানাবিধ অপকর্মের অভিযোগ পাওয়া গেছে ।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাসপাড়ায় বসবাসরত মৃত ধলাই খা’র ছেলে দুলাল খা ও তার স্ত্রী আসমা বেগম নানাবিধ অপরাধমূলক কার্যকলাপে জড়িত রয়েছে ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুলাল- আছমা দম্পতি সমাজের সচ্ছল ও সম্মানিত ব্যক্তিদের টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয় । এদের বিরুদ্ধে একাধিক এই ধরনের মামলার প্রমাণ পাওয়া গেছে । বিগত ১১ জানুয়ারি ২০২৪ ইং তারিখে দুলাল খা বাদী হয়ে একই ইউনিয়নের মীর কাসেম মোল্লা যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি করেন, অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন যিনি ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছেন এবং শাজাহান মোল্লা সহ আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে মাদারীপুর আদালতে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয় যার নং সি আর ২৩/২০২৪ইং । থানা কর্তৃপক্ষ তদন্তের পর উক্ত মামলাটি মিথ্যা মর্মে আদালতে রিপোর্ট প্রদান করে । গত ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখে দুলালের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে অ্যাডভোকেট রাশেদ উদ্দিন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ঘটনা সৃজন করে আরো একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদারীপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করে যার নং সি আর ৬২/২০২৪ । অত্র মামলা করেও টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানা গেছে । অবশেষে উক্ত মামলাও তদন্তে মিথ্যা প্রমাণিত হলে থানা কর্তৃপক্ষ আদালতে ফাইনাল রিপোর্ট প্রদান করে । দুলাল খা সমাজে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী এবং দুলালের স্ত্রী আছমা দুশ্চরিত্রা নারী হিসেবে পরিচিত । এদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে । তন্মধ্যে চাঁদাবাজির অভিযোগে মাদারীপুর আদালতে সি আর মামলা নং ৯০/২০২৪ এবং ধর্ষণ চেষ্টা ও ডাকাতির অভিযোগে হাজারীবাগ থানায় একটি বাংলা রয়েছে বলে জানা গেছে । এই দম্পতি নারী দেহ ব্যবসা সহ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ।