নিজস্বপ্রতিবেদক
দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় উদযাপন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। ৮:১৫ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, ৮:৩০ ঘটিকায় স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ৮:৪৫ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত, ৯ ঘটিকায় বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির শুভ উদ্বোধন, ৯:১৫ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ৯:৩০ ঘটিকায় কুচ-
কাওয়াজ, ৯:৪৫ ঘটিকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, ১০:১০ ঘটিকায় মাদ্রাসা ছাত্রদের দৌড় প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় খেলার মাঠে দিনভর চলে নানা ধরনের খেলাধুলা।
বিকেলে জেএফসিএল কেন্দ্রীয় খেলার মাঠে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোহাঃ মোসলেহ উদ্দীন প্রধান অতিথি, ডাঃ শাহনাজ পারভীন ঝর্ণা, প্রশাসন জিএম দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সে সময় উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা গোড়াকেশ সাহা ভজ, সাধারণ সম্পাদক ও জেএফসিএল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, শ্রমিক দল জেএফসিএল ইউনিটের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আসন্ন সিবিএ নির্বাচনে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম প্রমুখ।