জামালপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী মেলান্দহ উপজেলা শাখা ।
সোমবার সকাল ১০টায় মেলান্দহ উপজেলা চত্বরে জমায়েত হয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুনুর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ রশীদুজ্জামান,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি উমর ফারুক,উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আরিফুল ইসলাম, সাবেক সভাপতি হাসান মাহমুদ,নাংলা ইউনিয়ন জামায়াতের হারুন অর রশীদ,চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, ঘোষেরপাড়া ইইনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, হাজরাবাড়ী পৌর সভাপতি মাওলানা ইয়াকুব আলি,নয়ানগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ।
সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজী।
সমাবেশ শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।