রাজশাহী জেলা প্রতিনিধিঃ মোঃ মাসুদ রানা তুষার ঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় সোমবার বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নুরুজ্জামান লিটন।
বক্তব্যে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। তাদের সাথে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কারো দাদাগীরী বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় জামায়াতের নেতা কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত ছিলো এবং এখনো আছে ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, সহকারি সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর নুর আলম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক জাবের আলীসহ প্রমুখ।