আজহারুল ইসলাম বিশেষপ্রতিনিধি:-
নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার(১৬ডিসেম্বর) সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির দিয়ে বিজয় দিবসের দিনটি শুরু হয়। পরে উপজেলা বিএনপির একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন দিক পদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ কারী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সারুয়ার জাহান এমরান প্রমুখ।
এ ছাড়াও আলাদা আলাদা করে বিজয় র্যালি করেন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্লাহ চৌধুরী দ্রুব প্রমুখ।