বিশেষ প্রতিনিধি:- আজহারুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় চালক আলমগীর হোসেন (৩৫) ও পথচারী আজহার আলী কালা (২৫) মারা যান। একটি ঘটনা রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী গ্রামে। ও অপরটি একই দিন সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উথুরা রেঞ্জ অফিসের সামনে। ওই সময় সিএনজির অন্তত ৩ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ভালুকাগামী ট্রাক বিপরীতগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক উপজেলার বিরুনীয় গ্রামের আলমগীর হোসেন মারা যান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করার পর দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই দিন সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী উপজেলার ধূলিকুড়ি গ্রামের আক্কাস আলীর ছেলে আজহার আলী কালা গুরুতর আহত হন। পরে তাকে আশষঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ট্রাক- সিএনজি দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।