1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৎপুর দারুল হাদিস মাদ্রাসার সাবেক ওস্তাদুল মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হাই আর নেই নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহবায়ক সাদেকুল, সদস্য সচিব বেলাল নরসিংদীর রায়পুরায় ইউএনও, এসিল্যান্ড ও আনসারকে লক্ষ্য করে গুলি। হরিলুটের বাতাস মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  ভালুকায় যাতায়াতের রাস্তায় পতিবন্ধকতার অভিযোগ  চালের বাজার নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিন : সরকারকে বাংলাদেশ ন্যাপ দোয়ারাবাজারে হতদরিদ্রদের নাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছাতকের সাবেক ছাত্রদল সভাপতি নুনু’’র’’ সাথে যুক্তরাজ্যে ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেন এর সবক প্রদান ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন কে গলা কেটে হত্যার হুমকি

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি, চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন কে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম আপন গত সোমবার (৯ ডিসেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সময় মোঃ সিরাজুল ইসলাম আপনের সাথে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী কেউ হত্যার হুমকি দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ভবানীপুর গ্রামের শরিফ আহমেদের ছেলে হাসিনুর রহমান (৪০)। দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, গত রবিবার ৮ তারিখে সন্ধ্যা ৬টার দিকে অষ্টমনিষা বাজারে মোঃ সিরাজুল ইসলাম আপন চলনবিলের আলো পত্রিকা অফিস কার্যালয়ে অবস্থানকালে হাসিনুর রহমান হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম আপন। মোঃ সিরাজুল ইসলাম আপন আরও জানান, তিনি কয়েক বছর আগে প্রকাশিত একটি জাল টাকার খবরের জন্য তাদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন
মোঃ হাসিনুর রহমান। এ ঘটনার একটি অডিও ক্লিপ প্রতিদিনের সংবাদের কাছে সংরক্ষিত রয়েছে। সাংবাদিকরা আরও অভিযোগ করেন, এ ঘটনার পর তাদের জীবন হুমকির মুখে পড়েছে এবং তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
ঘটনায় মোঃ সিরাজুল ইসলাম আপন বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃংখলা অনেকটাই নাজুক। তবু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি। আশা করি পুলিশ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট