1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
হরিলুটের বাতাস মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  ভালুকায় যাতায়াতের রাস্তায় পতিবন্ধকতার অভিযোগ  চালের বাজার নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নিন : সরকারকে বাংলাদেশ ন্যাপ দোয়ারাবাজারে হতদরিদ্রদের নাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছাতকের সাবেক ছাত্রদল সভাপতি নুনু’’র’’ সাথে যুক্তরাজ্যে ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেন এর সবক প্রদান ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন সরিষাবাড়িতে বয়ড়া বাজারে ক্রেতা বিক্রেতার সাথে মারামারি আহত ৫ ঈশ্বরদীতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব এর সদস্য মুশফিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ দায়ের! প্রশাসন নীরব নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত দখলীয় জমি নিয়ে মিথ্যা মামলাসহ অপতৎপরতা চালাচ্ছে হাবিবুর গং

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে


কামরুল হাসান:

আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত দখলীয় জমি নিয়ে জামালপুর সদর উপজেলার
শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মৃত রহিজ উদ্দিন মোল্লার ছেলে হাবিবুর রহমান
ও তার দোসররা প্রতিপক্ষকে একের পর এক মিথ্যা অভিযোগ/মামলায় জড়ানোসহ বিভিন্ন
অপপ্রচার ও অপতৎপরতার মাধ্যমে নানা হয়রানী করে আসছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মৃত নহেজ
উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা তার দাদার দুই বোনের নিকট থেকে ১৬-০৩-
১৯৭০ তারিখে ৭৩৯৫ নং দলিলমূলে ১ একর ৬০ শতাংশ এবং ২০-০১-১৯৭১ তারিখে ১৬৭০ নং
দলিলমূলে ৬৫ শতাংশসহ একুনে ২ একর ২৫ শতাংশ জমি কিনে। কিন্তু সামাদ মোল্লার দাদা
পজু মোল্লার ছোট ভাই (ছোট দাদা) রহিজ উদ্দিন মোল্লা কৌশলে ১৯৮২ সালের
বিআরএস রেকর্ডে ওই কিনে নেয়া জমির সঠিক অংশ বা হিস্যা ধরে দেয় নাই। এ
ঘটনা প্রকাশ পেলে আব্দুস সামাদ মোল্লা ও তার ওয়ারিশগণ ওই জমির সঠিক হিস্যার
জোরালো দাবী তুলে। এ কারনে রহিজ মোল্লার দুই ছেলে তৈয়ব আলী ও হাবিবুর রহমান
বাদী হয়ে ২০০৬ সালে ২২জনকে বিবাদী করে সদর সিনিয়র জর্জ আদালতে ৫৪/০৬ নং
মামলা দায়ের করে। এ মামলাটির মোকাবেলা করে বিবাদী পক্ষের আব্দুস সামাদ মোল্লা ।
অবশ্য সাক্ষ্য- প্রমানের অভাব ও গরহাজিরার কারনে ০১-১২-২০১৯ তারিখে ওই মামলাটি
খারিজ করে দেয় বিজ্ঞ আদালত। ইতোমধ্যে ২০১৫ সালে বিআরএস রেকর্ড সংশোধনের
জন্য আব্দুস সামাদ মোল্লার ওয়ারিশগণ (১ক-১ছ) বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে
এলএসটি আদালতে ৩৫৫৬/১৫ নং মামলা দায়ের করে। বিগত ২৮-০৮-২০২৩ তারিখে বিয়ারা
মৌজার কিনে নেয়া ২ একর ২৫ শতাংশ জমি থেকে হিস্যামতে ৬৬.৫ (সাড়ে ছেষট্টি)
শতাংশ জমির মালিকানার বিষয়ে বাদী পক্ষে রায় হয়। অতঃপর ৩১-০৮-২০২৩ তারিখে ওই রায়ের
ডিক্রিজারি হয়। অতঃপর আব্দুস সামাদ মোল্লার ওয়ারিশগণ আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত
হয়ে তাদের জমি চাষাবাদের জন্য চলতি বছরের ১ জানুয়ারী পূর্ণ দখল নেয়। এতে হাবিবুর
রহমান গং প্রতিপক্ষের দখলীয় ওই জমি জবর দখল নিতে ওঠে-পড়ে লাগে। এ বছরেরই ৩
জানুয়ারী হাবিবুর রহমান বাদী হয়ে আব্দুস সামাদ মোল্লার ওয়ারিশগণের বিরুদ্ধে
এডিএম আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করে। কিন্তু মামলায় উল্লেখিত জমি অন্যের
খতিয়ানভুক্ত হওয়ায় ১৫ জানুয়ারীতে পুনঃরায় ১৫/২৪ নং মামলা দায়ের করে। এ মামলাতেও
বিবাদী পক্ষের ১২২ নং দাগের একক মালিকানাধীন জমিতে তার হিস্যা ধরে। পক্ষান্তরে ১২১ ও
১৫৩ নং দাগে তার বৈধ মালিকানার কোন হিস্যাই ধরেনি। এছাড়া বিবাদী পক্ষের ১২১ নং
দাগের ৫ (পাঁচ) শতাংশ জমির সীমানা খুঁটি তুলে ও আল ভেঙ্গে ফেলে তার লোকজন।
ওদিকে দখলীয় জমির বিষয়ে সরেজমিন প্রতিবেদন দাখিলে আদালতের নির্দেশ পান
শাহবাজপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবর রহমান। তিনি ২৪ জানুয়ারী
পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিল করেন। ১ মার্চ বাদীর বোনের নাতিনরা বিবাদী পক্ষের
পুরুষদের অনুপস্থিতিতে বাড়ীতে ঢুকে মহিলাদের গালাগালিসহ নানা হুমকি দিয়ে যায়।
আদালতের ধার্য্য দিন ২০ মার্চ বাদী ওই প্রতিবেদনের না রাজি দেয়। পরে আদালত

পুনঃপ্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় তাকে। আদালতের পরের ধার্য্য দিনে দাখিলকৃত
পুনঃপ্রতিবেদন পর্যালোচনান্তে বিজ্ঞ আদালত ওই মামলাটিও খারিজ করে দেয়।
এমতাবস্থায় হাবিবুর রহমান গং প্রতিপক্ষের ভোগদখলীয় জমিতে রোপন করা বিভিন্ন ফসল
ও গাছ-পালার ক্ষতিসাধনসহ নানা প্রকার অপতৎপরতা ও অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। এ
বিষয়ে ভুক্তভোগীগণ অর্থাৎ আব্দুস সামাদ মোল্লার ওয়ারিশগণ প্রশাসন ও আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সু-দৃষ্টি কামনা করছে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২
১১ ডিসেমাবর, ২০২৪ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট