সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক পৌর শহরের ফকিরটিলা গ্রামের বিশিষ্ট মুরব্বি, সালিশ ব্যাক্তিত্ব, বিএনপি নেতা ও ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারি মরহুম মকবুল আলী (বার্ণার) স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ফকিরটিলা গ্রামের শাহ আরেফিন মোকাম সংলগ্ন ইদগাহ মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ঠ মুরব্বী ও সিমেন্ট ফ্যাক্টরির অবসর প্রাপ্ত কর্মকর্তা আতিকুল হকের সভাপতিত্বে ও ইমরান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী নাজিমুল হক, আখলাকুল আম্বিয়া সোহাগ, ছাতক প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী কয়েস আহমেদ, সাবেক শিক্ষক শাহ কয়েছ মিয়া, ছাতক সিমেন্ট কারখানার সিবিএ বি ৮০-এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান উসমান। বক্তব্য রাখেন, হাজী আকদ্দুছ আলী, শাহ মঈনুল হাসান, জামাল মিয়া, সামছুদ্দিন, ফরিদ মিয়া, সালিশ মিয়া, হুমায়ুন রশিদ বাবু, শিপু মিয়া, মাওলানা মুজিবুর রহমান, বিপ্লব দেবনাথ ও মরহুম মকবুল আলী’র পুত্র একেএম লুৎফুল আলম। স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন ফকির টিলা হযরত শাহ জালাল(রঃ)জামে মসজিদের ঈমাম মাওলানা সামসুন্নুর। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুল শিক্ষার্থী আরাফাত ওয়াহিদ। সভায় বক্তারা বলেন, মরহুম মকবুল আলী (বার্ণার) ছিলেন একজন বিনয়ী, নিরহংকারী, সদালাপী ও পরোপকারী মানুষ। সবসময়ই তিনি ছিলেন লোভ-লালসার উর্ধ্বে। তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতেন। এছাড়াও এলাকার একজন শালিস ব্যক্তিত্ব হিসেবে সামাজিক ক্ষেত্রে তাঁর রয়েছে ব্যাপক ভুমিকা।##