স্টাফ রিপোর্টার।
সরিষাবাড়ী উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের ৯ নং ওয়ার্ড শাখার চেঁচিয়াবাধা ও পাখিমারা গ্রামের সদস্য পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তারাকান্দি ট্রাক পরিবহন অফিস সংলগ্ন পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের প্রধান কার্যালয়ে এ সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে সদস্য পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেএফসিএল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য রাশেদুজ্জামান লিটন ফকির, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেএফসিএল শ্রমিক দল শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। সদস্য পরিচিতি সভাটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।