মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
নরসিংদীর মডেল থানার মামলার নং-০৯,তারিখ-০৬/১২/২০২৪ খ্রিঃ ধারা- The Arms Act 1878 এর 19-A ,নরসিংদী মডেল থানার মামলা নং-২৪, তারিখ-২৯/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী তাজু মিয়া কে গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ইং ০৫/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন রজনিগন্ধা চত্তর হইতে আসামী ১। তাজু মিয়া(২৭), পিতা-সুরুজ মিয়া, সাং-উত্তর নাগরিয়াকান্দি,থানা ও জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পূর্বেও ডাকাতি,দস্যুতা,খুন, ছিনতাই ও মাদক সহ একাধিক মামলা রহিয়াছে বিধায় আসামীকে গ্রেফতারের পর থানা হেফাজতে রাখিয়া নিবিরভাবে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে যে, তাহার হেফাজতে ০১ (এক)টি আগ্নেয়াস্ত্র আছে। আসামীর দেওয়া তত্ত্বের ভিত্তিতে নরসিংদী মডেল থানার একটি টিম আসামীকে সাথে নিয়া অভিযান পরিচালনা করিয়া ইং অদ্য ০৬/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৩ ঘটিকার সময় উত্তর নাগরিয়াকান্দি সাকিনস্থ ধৃত আসামী তাজু মিয়ার বসত বাড়ীর ২য় তলায় তাহার থাকার রুমে খাটের উপর তোশকের নিচ হইতে আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ০১(এক) টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ওয়ান শুটারগান,লম্বা অনুমান-১০ ইঞ্চি,যাহা টেগার ও ফায়ারিং পিন সংযুক্ত উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, আগ্নেয়াস্ত্রটির প্রকৃত মালিক পলাতক আসামী ২। রনি সরকার ওরফে শরীফ (৩৭), পিতা-ইসমাইল সরকার ওরফে নুরু সরকার, সাং-নাগরিয়াকান্দি, থানা ও জেলা-নরসিংদী। পলাতক আসামী রনি সরকার ওরফে শরীফ তাহার উক্ত আগ্নেয়াস্ত্রটি কয়েক দিনের জন্য ধৃত আসামী তাজু মিয়ার নিকট রাখিয়াছে বলিয়া ধৃত আসামী জানায়। ধৃত আসামী এবং পলাতক আসামী একে অপরের জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজত রাখিয়া এলাকায় ডাকাতি, দস্যুতা,খুন ও ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া আসিতেছে মর্মে জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা সহ ১০ (দশ) টি মামলা রয়েছে। ধৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করিয়া ধৃত আসামীকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।