মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র এপিএস ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায়কে ১০০বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ডিসেম্বর) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র এপিএস ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠু(৩৫)। তিনি দেবীগঞ্জ পৌরসভা এলাকার মন্ময়নাথ রায়ের ছেলে। ও অপর ধৃত ব্যক্তি ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী(৪০)।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি উল্লেখিত এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।