সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
দোয়ারাবাজারে ইয়াবা ট্যাবলেট সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ইয়াবা ব্যবসায়ী আঙ্গুর মিয়া। রবিবার দুপুরে তাকে দোয়ারাবাজারের আজমপুর ফেরিঘাটের পাশের একটি বাড়ি থেকে আটক করা হয়।আটক আঙ্গুর মিয়া দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর পুত্র। সেনাবাহিনীর ৪২ বীর ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে একটি টহলটিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোয়ারাবাজার ফেরিঘাট এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় আটক আঙ্গুর মিয়ার নিকট থেকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১ হাজার ২২০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বিল্লাল জব্দকৃত টাকা, মালামাল সহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ##