রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
কৃষক বাঁচলে বাজবে দেশ আমার সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে
বওলা ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয় দলনেতা রবিউল হক বাবু নেতৃত্বে ২ টি টিম আবারো ১০ নং বওলা ইউনিয়ন আনসার ভিডিপি সদস্যরা ৩/১২/২০২৪ ইং বিজয়ের দ্বিতীয় প্রোগ্রামে ভিডিপির সদস্যরা রাতের আঁধারে অসহায়ের পাশে সর্বদাই প্রস্তুত থেকে কৃষক আঃ ছাত্তারের ৪৪ শতাংশের ধান মারাই করেন বওলা ইউনিয়ন ভিডিপি স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক পরিবার টিম ২
ডিসেম্বর মাস, বিজয়ের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য:- মাহমুনুল হাসান, , ইসমাইল ফকির, মেহেদি হাসান বাবু, বিপ্লব , লিমন , রাসেল , রিয়াদ, মোতালেব প্রমুখ।
এই কার্যক্রম পুরো বিজয়ী মাস চলমান থাকবে।