সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের (সুর্যের হাসি ক্লিনিক) পাশ দিয়ে ছাতক ডিগ্রি কলেজগামী নাজমা বেগমের বাড়ি পর্যন্ত রাস্তার পাশের স্ল্যাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ড্রেন করার সময়ে ড্রেনের উপর কোন স্ল্যাব না দেয়ায় এ রাস্তাটি বেশ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীরা এতে প্রায়ই বিপাকে পড়তে হয়েছে। সম্প্রতি এ রাস্তায় পর-পর কয়েকটি দুর্ঘটনা ঘটে অটো চালক ও যাত্রিরা আহত হয়েছেন। সন্ধ্যার পর এখানে দুর্ঘটনার আশংকা বেশি থাকে বলে জানান স্হানীয়রা জানান। রাস্তার পাশে ড্রেনের বিশাল গর্ত এ যেন এক মরণ ফাঁদ। এ রাস্তার পাশের বাসিন্দা আকাব্বর আলী, আব্বাস আলী, সিরাজ মিয়া, মামুন মিয়া, সুরুজ আলী সহ লোকজন জানান রাস্তার পাশের ড্রেনের স্ল্যাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ বরাবরে একটি লিখিত আবেদন করেছেন এলাকার বাসিন্দা আব্দুস শহিদ, আব্দুল্লাহ সনি। তারা কর্তৃপক্ষের কাছে অতি সত্ত্বর ড্রেনের উপর স্ল্যাব নির্মাণের কাজটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।##