নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে ঝালোপাড়া মহাশ্মশান কালী মন্দিরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক পূজা-১৪৩১ বঙ্গাব্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোড়াকেশ সাহা ভজ’র সার্বিক তত্ত্বাবধানে ঝালোপাড়া মহাশ্মশান ঘাট মন্দির পরিচালনা কমিটির আয়োজনে নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক আজিম উদ্দিন, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম ফয়জুর কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিঞা, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী শ্যামল কুমার সাহা, সরিষাবাড়ী বড় বাজার কৃষ্ণ ও কালী মন্দিরের সভাপতি মহাদেব সাহা, বিশিষ্ট শিল্পপতি শ্রী সমিরণ কুমার সাহা প্রমুখ।
আমেরিকা প্রবাসী ঝন্টু সারকারের পৃষ্ঠপোষকতায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে রাতভর কালী পূজা ও শ্যামা সংগীত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তারাকান্দি থেকে আগত জেএফসিএল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, বিশিষ্ট সার ব্যবসায়ী অজয় কুমার সাহা, ধর্মভিরু সুদেব পাল প্রমুখ।