নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশার সীমান্তে ভারতীয় ৬ টি মহিষ ১টি স্যালো ইঞ্জিল চালিত স্টারিং গাড়ী ও স্টারিং চালকে উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপি সদস্যরা।শোভাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে স্টারিং চালক মোঃ ফারুক হোসেন’কে আটক করেন বিএনপি সদস্যরা শনিবার ভোরে সিভিল সোর্স ও বিআইপি সদস্যের এর তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জলিল মিয়া এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২২৯ হতে বাংলাদেশের অভ্যন্তরে তারেক জিয়া নামক এলাকা মধ্যে হতে মহিষগুলি উদ্ধার করা হয়। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যায়। মহিষগুলির আনুমানিক মূল্য ১২লক্ষ এবং স্টারিং মূল্য ৮ লক্ষ টাকা মাত্র। উদ্ধারকৃত মহিষগুলি পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে, স্টারিং ও স্টিয়ারিং চালকে পোরশা থানায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে ১৬বিজিবি নিতপুর বিওপির কমান্ডার সুবেদার আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।