সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত এবং শহীদদের স্মরণে বুধবার (২৭ নভেম্বর) সকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র প্রতিনিধি মাহবুব জুবায়ের, সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের যুগ্ম সদস্য সচিব তাসকিন আহমেদ, সুনামগঞ্জ জেলা সদস্য সাইফ উদ্দিন, রুহুল আমিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, মেডিকেল অফিসার ডা: সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। স্মরণ সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদসহ ছাত্র সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে স্মরণ সভায় দোয়া পাঠ করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আমিন উদ্দিন। ##