কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
ঘটনাটি ২৩ নভেম্বর বিকেলে তার কর্মস্থলের সরকারী কোয়াটারে ঘটেছে। গুরুতর
আহত ওই স্বাস্থ্যকর্মীকে প্রথমে সরিষাবাড়ি হাসপাতালে নেয়া হয়। সেখান
থেকে চিকিৎসকগণ তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠান। অবস্থা বেগতিক
দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত
চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। আহতের বাবা
আব্দুল বারেক ঘটনার সত্যতা স্বীকার ও নিশ্চিত করে জানান,এখন মেয়ের চিকিৎসা
নিয়ে ব্যস্ত আছি। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
খাগুড়িয়া কালী মন্দিরের দান বাক্সের তালা ভেঙ্গে টাকাসহ মালামাল
লুট
কামরুল হাসান: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া
কালী মন্দিরের দান বাক্সের তালা ভেঙ্গে টাকাসহ অনান্য মালামাল লুট হওয়ার ঘটনা
ঘটেছে। ২৩ নভেম্বর সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারনা
আগের রাতে দুর্বৃত্তরা এ কান্ড ঘটিয়েছে। এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ
সম্পাদক কালাচান পাল জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটক ভেঙ্গে ভিতরে
ঢুকে। তার পর দান বাক্সের তালা ভেঙ্গে বেশ কিছু টাকা, অন্য একটি বড় টাঙ্কে রাখা
৩০-৩৫ টি কাপড় ও ভান্ডার ঘরের আলমারি ভেঙ্গে পিতল-কাসার বাসন পত্রসহ অনান্য
মালামাল লুট করে নিয়েছে। এ বিষয়ে সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর শনিবার রাতে
সরিষাবাড়ি থানায় (অজ্ঞাতনামা) একটি মামলা দায়ের করেছেন। সভাপতির সাথে
মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।
কামরুল হাসান
মোবাইল: ০১৯১৪৭৩৫৮৪২
তারিখ: ২৪ নভেম্বর ২০২৪ ইং