নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ্ব জুট মিল চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ্ব জুট মিল শাখা।মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ্ব জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েন কারখানার শ্রমিকরা। বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবিও জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক ও জেএফসিএল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।