কামরুল হাসান:
ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ঋতু পরিক্রমায় কার্তিক-
অগ্রহায়ন হেমন্তকাল। এমন সময় পাকা ধানের মৌ মৌ গন্ধে চারিদিক মাতুয়ারা।
মৌসম এসেছে পাকা আমন ধান কেটে সংগ্রহ করার। এখন ক্ষেতে ক্ষেতে পাকা
ধান কাটার ধুম পড়েছে। অন্য সময়ের চেয়ে তুলনামূলক কিছুটা শ্রমিক সঙ্কট
দেখা দিয়েছে। তাই গৃহস্ত থেকে শুরু করে কৃষক-কৃষাণী সবাই মহা-ব্যস্ত।
জামালপুরের সরিষাবাড়ীতে এবার সাড়ে ১৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ
হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। এর বিপরীতে সাড়ে ৬০ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা
ধরা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসেব মতে উৎপাদনের লক্ষ্যমাত্রা
ছাড়িয়ে যাবে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২
২০ নভেম্বর ২০২৪