মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
নরসিংদী জেলার অবসরপ্রাপ্ত সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি দিবসটি অদ্য ২১/১১/২৪ ইং বৃহস্পতিবার পালিত হয়েছে।১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় আজকের এই দিনে সেনা ,নৌ ও বিমান বাহিনীর সদস্যরা পাক হানাদার বাহিনীর উপর যৌথ
অভিযান পরিচালনা করেন।একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর এক গৌরব উজ্জ্বল দিন ছিল।আজকের এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য নরসিংদী জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি কর্তৃক আলোচনা সভা ও দোয়া এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত কর্পোরাল জানে আলম (অবঃ) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকস এর নরসিংদী জেলার সম্মানিত সভাপতি সার্জেন্ট মোঃ মাসুদুর রহমান খন্দকার (অবঃ) । এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার কায়কোবাদ (অবঃ) । সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক (অবঃ) ।সম্মানিত উপদেষ্টা বেলাবো উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি সার্জেন্ট মোঃ জামান (অবঃ)। সাধারণ সম্পাদক নরসিংদী জেলা অসকস,সার্জেন্ট শাহ আলম বাবু (অবঃ) । সভাপতি রায়পুরা উপজেলা অসকস,সার্জেন্ট জাকারিয়া (অবঃ)। সভাপতি নরসিংদী সদর সার্জেন্ট আলমগীর (অবঃ) । সার্জেন্ট রেজাউল করিম (অবঃ)। সভাপতি শিবপুর উপজেলা ল্যাঃ কর্পোরাল মোহাম্মদ মিজানুর রহমান (অবঃ) সভাপতি বেলাব উপজেলা। উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল থানা থেকে আগত সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত দুই শতাধিক সদস্য উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।