সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকে দোয়ারাবাজার উপজেলার আশা’র ৩০ জন কৃষক সদস্যদের নিয়ে নিরাপদ সবজী চাষ ও তৈল জাতীয় ফসল উৎপাদনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। ছাতক আশা অফিস কতৃক সোমবার ছাতক উপজেলা কৃষি হল রুমে আশা’র সুনামগঞ্জ জেলা ডিষ্টিক ম্যানেজার নজরুল ইসলাম প্রধান’র সভাপতিত্বে ও আশা’র ব্রাঞ্চ ম্যানেজার শামীম উদ্দিনের পরিচালনায় সকাল থেকে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খাঁন। এ সময় কৃষকদের মধ্য প্রশিক্ষণ মলূক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ছাতক আশা’র রিজিওনাল ম্যানেজার শফিকুল ইসলাম খাঁন, বাংলাবাজার ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক রঞ্জন তালুকদার। নরশিংপুর ব্রাঞ্চ ম্যানেজার হিমাংশু তালুকদার, মহব্বতপুর ব্রাঞ্চ
ম্যানেজার খালেকুজ্জামান, ছাতক ব্রাঞ্চ ১’র ম্যানেজার ইকবাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজসহ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ৯ জন কৃষকদের মাঝে সষ্য বীজ বিতরণ করা হয়। কৃষকদের প্রশিক্ষণ দেন আশা নরসিংদীর এগ্রিকালচারাল ট্রেইনার দেলোয়ার হোসেন। ##