মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক – ৩ প্রকল্প আওতাধীন কৃষক দলের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাইনামারী এলাকায় কারিতাস আলোক -৩ প্রকল্পের আয়োজনে রবিবার কুষক দলের অংশ গ্রহনে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১২টি কৃষক দলের সদস্য/ সদস্যা গন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জৈব পদ্ধতিে শাকসবজি চাষ নিয়ে বিস্তর আলোচনা করা হয় । আলোচনা সভা শেষে নিজেদের সংরক্ষিত বীজ একে অপরের মাঝে বিনিময় করেন।