মাহবুবুর রহমান জিলানী,টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি //
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে টঙ্গী হোসেন মার্কেট থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ খাঁ পাড়া এলাকার এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন,টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, স্বাধীন দেশে আওয়ামী লীগ এমন দুঃশাসন কায়েম করেছিলযার ফলে চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, শিক্ষাঙ্গনে অরাজকতা, কালোবাজারী, মুনাফাখোরি, মজুদদারী, চোরাকারবারী এবং সবশেষে বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেয়। সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর ৭ নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। সিপাহী-জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙে বের করে নিয়ে আসে আলোয়। আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে শক্ত হাতে জবাব দেওয়া হবে।