স্টাফ রিপোর্টার।।
আজ ১৬ নভেম্বর শনিবার বেলা ৩ ঘটিকায় জগন্নাথগঞ্জ ঘাট পুরাতন রেলওয়ে স্টেশন ময়দানে আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিশাল এক জনসমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মেম্বার জানান, শনিবারের জনসমাবেশকে কেন্দ্র করে আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি এই জনসমাবেশে ১০ হাজারের অধিক জনসমাগম হবে ইনশাআল্লাহ।