মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
টঙ্গীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজে নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা সাবেক ইংরেজি বিভাগের প্রভাষক ও সমর্পণ বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মোবারক করিম। গতকাল (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে কাজী পাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যোগদান করেন । এ সময় হযরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা নেকবর আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নব নিযুক্ত প্রিন্সিপাল মো. মোবারক করিম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কে এ সজিব খান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল এম এইচ শাহিম , শিক্ষক ইমরানসহ সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
এ সময় নব নিযুক্ত প্রিন্সিপাল মো. মোবারক করিম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ইংরেজি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার হাতে গড়া অনেক শিক্ষার্থী আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন এবং এই মিল্লাত মাদ্রাসায় উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো এই হযরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজেকে নতুন রূপে নতুন আঙ্গিকে ও ইসলামিক কারিকুলাম এবং আধুনিক মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।