সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দোয়ারাবাজার থানার পানাইল নতুনপাড়া (দোহালিয়া) গ্রামের সুকেশ আচার্য (৩৮)। বুধবার রাতে ছাতক পৌরসভার কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে থানার এস আই সিকন্দর আলী সহ থানা পুলিশের একটি চৌকস টিম মাদককারবারি সুকেশ আচার্য কে গ্রেফতার করে তার কাছ থেকে ২০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। ভারতীয় মদের মধ্যে ১১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসি ব্ল্যাক ও ২২ বোতল ম্যাকডোয়েল’স মদ রয়েছে। এস আই সিকন্দর আলী বাদী হয়ে গ্রেফতার আসামি সুকেশ আচার্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে। ##