নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) বরাদ্দকৃত ২৮৬ জন হতদরিদ্র কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, কার্ডধারী প্রকৃত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ না করে দলীয় ছত্রছায়ায় ২শতাধিক কার্ডের ৪শ’ বস্তার অধিক চাল কালোবাজারীদের কাছে বিক্রি করে প্রভাবশালী চাল কালোবাজারীএকটি সিন্ডিকেট। সরেজমিনে সকাল ১০ টা থেকে চাল বিতরণ করা হলেও প্রকৃত সুবিধাভোগী কার্ডধারীদের ৫০/৬০ জন ছাড়া আর কোন সুবিধাভোগীদের আনাগোনা লক্ষ্য করা যায়নি। প্রকাশ্যে চাল কালোবাজারীদের চাল উত্তোলনের দৃশ্য প্রত্যক্ষ করা গেছে। সরেজমিনে চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কোন ট্যাগ অফিসারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম মুঠোফোনে জানান, ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। আমি এক জায়গায় দাওয়াতে এসেছি। চাল বিতরণে অনিয়মের বিষয়টি আমি অবগত নই।
পিংনা ইউনিয়ন পরিষদের সচিব মোমিনুল ইসলাম জানান, সুষ্ঠ সুন্দর পরিবেশে ভিডাব্লিউবি কার্ডধারী ২৮৬ জন হতদরিদ্র মহিলাদের মাঝে ২ বস্তা (৬০ কেজি করে) চাল বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টার আগেই ২৮৬জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে কিভাবে চাল বিতরণ করা শেষ হলো এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।