কারমরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রেমিকা বিয়ের
দাবীতে প্রেমিকের বাড়ীতে তিন দিন অবস্থানের পর বিয়ের মাধ্যমে
বিষয়টি সমাধান হয়েছে।
জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রফিকুল
ইসলামের কলেজ পড়–য়া মেয়ে জোনাকি আক্তার। বছর চারেক আগে
বাশঁবাড়ী উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় পাশের গ্রাম ঝিংগারভিটার আব্দুল
লতিফের কলেজ পড়–য়া ছেলে যুবরাজের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে
পড়ে। এক পর্যায়ে জোনাকি কয়েক মাস আগে বিয়ের দাবিতে
যুবরাজের বাড়ী গিয়ে উঠে। বয়স কম থাকায় উভয় পক্ষের অভিভাবকরা
বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। কিন্তু উভয়েই সংসারী হবার জন্য মনস্থির
করে। তাই গত বৃহঃপ্রতিবার বিকেলে জোনাকি ফের বিয়ের দাবীতে
যুবরাজের বাড়ীতে গিয়ে উঠে। বিয়ের বিষয়ে রাজি না থাকায়
যুবরাজকে বাড়ি থেকে বাগিয়ে দিয়ে তার মা-বাবা সটকে পড়ে। পরে
জোনাকির অভিভাবকদের চাপে পড়ে গতকাল বিকেলে উভয়পক্ষের সম্মতিতে
তাদের বিয়ে হয়। উল্লেখ্য, বয়স কম থাকায় বিয়ের কাবিন করা সম্ভব
হয়নি।
কামরুল হাসান
মোবাইল: ০১৯১৪-৭৩৫৮৪২
১০ নভেম্বর, ২০২৪ইং