আবু হানিফ(হীরা)কালিয়াকৈরঃ
টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোসলেম উদ্দিন, নাসির ও জুয়েল। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার, মধুপুর থানার, আনজি গ্রাামে।
পুলিশ সূত্রে জানা যায়, এক বন্ধুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনবন্ধু। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামে অপর একটি যাত্রীবাহীবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির উদ্দিন নামে এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হয় । এসময় আহত হয় আরো ৩জন। আহত মোসলেম উদ্দিন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় নিহত হন। এঘটনায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি আটক করা গেলেও বাসটির চালকসহ সহকারী পালিয়ে গেছে।