নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদের নারী সংরক্ষিত আসনের সদস্য মিনারা বেগম প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।
রবিবার ১০ নভেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনারম্ভন অনুষ্ঠানের মাধ্যমে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। অনুষ্ঠানে সাবেক ৪ বারের সফল মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাহমুদ কামাল তরফদার, মোতালেব মেম্বার, মনির উজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শিমুল মুর্শেদ, যুবূদল সভাপতি আল-আমিন, সহ সভাপতি আব্দুল খালেক, সহ সভাপতি তারেক তরফদার, সাধারণ সম্পাদক খালেক, ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিয়াম সরকার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন কর্তৃক এক লিখিত আদেশে ইউপি সচিব রাসেল মাহমুদ ও ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম, আনিছুর রহমান, ফজল,আলমগীর, ও সংরক্ষিত মহিলা মেম্বার শিল্পী আক্রান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি, উপস্থিত সকলের উদ্দেশে উপদেশ মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন। দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। যুবদল নেতা আব্দুল খালেকের সঞ্চালনায় দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদ সদস্যদের সহযোগিতা কামনা করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু করেন মিনারা বেগম।