মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
একজন শাসক প্রায় সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কোন বক্তব্য দিত মানুষ তখন বলতো “ও হাসিনা আমরা আর এখন হাসি না” তিনি মানুষকে উত্তেজিত করতেন হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিল প্রধান মন্ত্রী, তেমন ছিল তার উজির নাজির সকলে। কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারবে এটি ছিল তাদের প্রতিযোগিতা। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জুলুম করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীর বড়মাঠে জেলা জামায়েতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তারা মানুষকে গুম করে রেখেছে, কত মা বোনদের ইজ্জতের উপর হামলা করেছে তা কোন হিসাব নেই। হাজারো মানুষের বাড়ি ঘর তছনছ করেছে। তারা গণহত্যার মত কাজ সংগঠিত করেছে। হাজারো মায়ের বুক খালি করে আয়না ঘর তৈরী করেছে। আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল। তারা জামায়াতে ইসলামীর সারাদেশের কেন্দ্রীয় কার্যালয়সহ সমস্ত অফিস সমূহ সিলগালা করে বন্ধ করে দিয়েছিল।
এই উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, এখনো অবহেলার অংশ বিশেষ রয়ে গিয়েছে। জামায়েত ইসলাম যদি কোন প্রকার উন্নয়ন মুলক কাজে হতে দেয় আমাদের শুরুটা থাকে উত্তরবঙ্গ থেকে । আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি। যুগে যুগে বঞ্চিত করা হয়েছে এই অঞ্চলকে ও এই অঞ্চলের মানুষকে, জামায়েত ইসলামী কোনোদিন এমন করবে না বলে মন্তব্য করেন জামায়েত আমীর।
উক্ত কর্মী সম্মেলনে জেলা জামায়েতের আমীর আব্দুস সাত্তারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক, মাওলানা আব্দুল হালিম, প্রমুখ।