মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ডোমার পৌর বিএনপি। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে বিএনপির পৌর কার্যালয় হতে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের অংশ গ্রহনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে ডোমার শহরের বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হয়েছে।
ডোমার পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু। এ সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ সজিব, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল ইসলাম শাওন, কলেজ শাখার আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।