সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে নতুন একটি ট্রেড ইউনিয়ন গঠনের লক্ষে ফ্যাক্টরির শ্রমিক শুকুর মিয়া চৌধুরী ও শাহ আখতারুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) আঞ্চলিক শ্রম দপ্তরের দুই কর্মকর্তা তদন্ত কার্যক্রম শুরু করেছেন। গত ৫ সেপ্টেম্বর দেয়া
আবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার ও শ্রম কর্মকর্তা আলমগীর হোসেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে সরজমিনে এসে মঙ্গলবার তদন্ত করে গেছেন। খবর নিয়ে জানাগেছে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বর্তমান শ্রমিক ১৮০ জন। এর মধ্য শ্রমিক ইউনিয়ন বি-৮০’র অন্তর্ভুক্ত শ্রমিক ১৪২ জন এবং বর্তমান সিবিএ সভাপতি আব্দুল কদ্দুস কর্তৃক পরিচালিত শ্রমিক সংগঠন ১৬৬২ এ শ্রমিক রয়েছেন ১৮ জন। ফ্যাক্টরির সিবিএ সভাপতি বর্তমানে পলাতক রয়েছেন। যার ফলে ১৬৬২ সংগঠনটি বিলুপ্তির পথে। এ দিকে প্রকৃত ২০ জন শ্রমিক সহ ৪২ জন শ্রমিকের নাম উল্লেখ করে শ্রম অধিদপ্তরে একটি নতুন ট্রেড ইউনিয়ন পেতে আবেদন করেছেন সিবিএ সভাপতি আব্দুল কদ্দুসের অনুসারী, সাবেক সিসিএফ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আওয়ামী পন্থী শুকুর মিয়া চৌধুরী ও আব্দুল কুদ্দুসের আরেক অনুসারী বিতর্কিত যুবলীগ নেতা শাহ আখতারুজ্জামান। তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক সেজে শ্রম দপ্তরে আবেদন করেন ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনের জন্য। সিমেন্ট ফ্যাক্টরিতে সরজমিন তদন্তে এসে কর্মকর্তারা জানতে পারেন আবেদিত সংগঠনের ২৪ জন শ্রমিকই বি-৮০’র সদস্য। শ্রমিকরা অনেকেই উপস্থিত হয়ে তদন্তকারী কর্মকর্তাদের কাছে এ ধরনের মন্তব্য করেন। অনেকে বলেছেন ভিন্ন কথা বলে তাদের স্বাক্ষর নেয়া হয়েছে। তারা বি-৮০’র সাথে আছেন। সরকারের নতুন পট পরিবর্তনের ফলে একটি মহল গা-বাচাতে এ ধরনের একটি সংগঠন দাঁড় করাতে চাচ্ছে। কয়েক জন শ্রমিক ডিউটিতে থাকা এবং ছুটিতে থাকা ২ জন লিখিত ভাবে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছেন তদন্ত কমিটির কাছে। তারা কেউ আবেদিত ট্রেড ইউনিয়নে যুক্ত হতে চান নি। তদন্ত কমিটির কর্মকর্তারা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সাথে ও এ ব্যাপারে কথা বলেছেন। সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক সংগঠন বি-৮০’র কার্যালয়ে তদন্তের সময় শ্রমিক ইউনিয়ন বি-৮০’র সভাপতি শাহ
আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, নির্বাহী সভাপতি মীয়া হোসেন, যুগ্ম সম্পাদক মাহিন উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বাবুল সহ ৪৫ জন ফ্যাক্টরির
শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন। ##