মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
অদ্য ৪ নভেম্বর সোমবার বিকেলে নরসিংদীর মনোহরদীর সরকারি কলেজ সংলগ্নে আনিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীকে বাসার ভিতরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । এ সময় তার খালা পাপিয়া আক্তার মারাত্মক রক্তাক্ত আহত হন । নিহত আনিকা (১৫) বেলাবো উপজেলা পুরাদিয়া গ্রামের শাহজাদা নূরে আলম এর মেয়ে । সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আহত পাপিয়া আক্তার (৪৯) মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী,মনোহরদী সরকারি কলেজ সংলগ্নে আব্দুস সাত্তার মাস্টারের বাসা বাড়িতে ঘরের ভিতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আনিকার মা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় চাকরি করার কারণে খালা পাপিয়ার বাড়িত থাকিয়া পড়াশোনা করিতো আনিকা। স্থানীয়রা জানান বিকেল চারটায় দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করিতে থাকে , এ সময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার বোনের মেয়ের আনিকাকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় , পরে লোকজন আনিকার খালাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন বলেন ঘটনার স্থল থেকে তরুণী রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আনিকার মৃতদেহ নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিয়তের খালা পাপিয়াকে গুরুত্ব আহত অবস্থায় ঢাকার রেফার্ড করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তাক্ত চাপাতি।