কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে আমন ধানে বাদামী
ঘাস ফড়িং-এর আক্রমনে কৃষকের মাথায় হাত। কৃষকরা বুঝে
ওঠার আগেই তড়িৎ গতিতে পুরো ক্ষেতে আক্রমন চালায়। কোন
কীটনাশকেই দমন করা যাচ্ছে না। রোপা আমন কেটে ধান
সংগ্রহের আগ মূহুর্তে এমন ঘটনায় কৃষকরা দুশ্চিন্তায়
পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা
ইউনিয়নের দক্ষিনাঞ্চলের জয়নগর, চৌখা ও উত্তর বাউসী গ্রাম
আর মহাদান ইউনিয়নের উত্তরাঞ্চলের রঘুনাথপুর, বাঁশবাড়ী ও
মাটিয়াজানি গ্রামে সীমিত আকারে এমন ঘটনা ঘটেছে।
মোহাম্মদ আলী নামের এক গৃহস্তের তিন বিঘা জমি এ
পোকায় সাবাড় করেছে। তার জমিতে প্রায় ত্রিশ হাজার টাকা
খরচ হয়েছে। এ পোকায় আক্রমন না করলে আপাতত পঞ্চাশ মন ধান
পেত। যার মূল্য প্রায় ষাট হাজার টাকা। তার বড় ধরনের ক্ষতি
হয়েছে। উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ জানান, মাঠ
পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নজরদারী পাশাপাশি
কৃষকদের এ বিষয়ে সু-পরামর্শ দিচ্ছে।
কামরুল হাসান
মোবাইল: ০১৯১৪-৭৩৫৮৪২
০৫ নভেম্বর, ২০২৪ইং