নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়ন এর সেঙ্গুয়া চেরাগ আলী মোড়ে অবস্থিত আল ইত্তিহাদ নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮নং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার উছ সাদাত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফরিদুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং দিকপাইত ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান রাহাত চৌধুরী। উপস্থিত ছিলেন শামীম তালুকদার ঐক্য পরিষদ এর সভাপতি শেখ ফেরদুসুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ ফরিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে ৫ ম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত করা হয়।