নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন- পিংনার ইতিহাস-ঐতিহ্য ব্রিটিশ আমলের। এখানে কবি কায়কোবাদের পদচারণা ছিল। এখানে উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ শিক্ষকতা করেছেন। তিনি আরো বলেন- আমরা তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। দলের নাম ভাঙ্গিয়ে কোন দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো সন্ত্রাসীর স্থান বিএনপিতে নেই।
গতকাল শনিবার ২রা অক্টোবর বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত পিংনা উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল জন সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
পিংনা ইউনিয়ন বিএনপি”র সভাপতি নাজমুল ইসলাম নাজুর সভাপতিত্বে ফরিদুল কবীর তালুকদার শামীম আরো বলেন- আমরা দুর্নীতি সমর্থন করি না। কাউকে দুর্নীতি করতেও দিবো না। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণ সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে
দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নতুন করে আওয়ামী লীগ দেশে ষড়যন্ত্র শুরু করছে। জনগণকে সাথে নিয়ে তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের এই দেশে কোনো রাজনীতি করার অধিকার আর নেই। তিনি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
পিংনা ইউনিয়নে বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল,বিএনপি নেতা হানিফ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান,সহ সভাপতি, শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ছাত্র দল নেতা সুবাস সরকার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জন সমাবেশে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পরে পিংনাতে এমন একটি জন সমাবেশ মুহুর্তের মধ্যে জন সমুদ্রে পরিনত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়।