রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা তুষার ঃ
রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা)কার্ড বিতরণ ও মিলন মেলা ০১ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহী অলকার মোড়ের মাই-ড্যাস কমিউনিটি সেন্টারে হল রুমে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত, প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সভাপতির স্বাগত বক্তব্য। এরপর সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য প্রদান করেন। উপদেষ্টামণ্ডলীর মধ্য থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম ও রাজশাহী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো: সাহিদুল ইসলাম (বাদশা), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জজ কোর্টের এ্যাডভোকেট জনাব মো: হাসানুল বান্না সোহাগ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো: আব্দুস সামাদ। বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানবাধিকার সংস্থা সাধারণ মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন, নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা, সাংবাদিক ও বিরোধীদেরকে ভীতিপ্রদর্শন, সাম্প্রতিক দুর্নীতি নানাবিধ বিষয় নিয়ে কাজ করে থাকেন। প্রত্যেক সদস্যকে জীবিকার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসার পরামর্শ দেন, এবং প্রধান অতিথীরা আরো আশ্বাস করেন তারা আমাদের এই ভালো কাজের সাথে সব সময় সহযোগিতা করবে ও পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিশেষে সদস্যদের মধ্যে আইডি কার্ড ও বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক বিতরণ এবং উপদেষ্টামন্ডলী, বিশেষ অতিথি ও প্রধান অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাপতি জনাব মো: নাসিম উদ্দিন অসুস্থ্য থাকায় উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠার সিনিয়র সহ-সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম বুলবুল,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, আলমগীর হোসেন, মোঃ হাসিবুর রহমান হাসিব,মোঃ মাসুদ রানা তুষার, মোঃ রাঙ্গা, অনুষ্ঠানটি সঞ্চালয়ের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক জনাব মো: রুবেল হাসান সহ উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন, প্রোগ্রাম শেষে রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।