সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতক উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী সমাবেশ বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেলে শহরের পাবলিক খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল
মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ। পৌর খেলাফত মজলিসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার ও হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, সহকারী ইনচার্জ সিলেট জোন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, মাওলানা সদরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সহ সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জালালাবাদ থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ,
সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহমান। বক্তব্য রাখেন, মাওলানা মঈনুল হক, মাওলানা দ্বীন মোহাম্মদ আব্দুল কাদির, এনামুল হক আলী, কে এম সালেহ আহমদ, হাফিজ নূরে আলম চৌধুরী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোহাম্মদ মোশাহিদ আলী, জাকির হোসাইন সাঈদ, হাফিজ আজিজুল হক, মাওলানা কাওসার আহমেদ তালুকদার, মাওলানা জুনাইদ আহমেদ, জুবায়ের আহমদ নাবিল, হাফিজ আবুল হোসেন ইনু, তোফায়েল আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, বায়জিদ আহমেদ, রশিদ আহমদ, আবু সালেহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমিরুল হক, হাফিজ সিদ্দিকুর রহমান, শাহ আলম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলাফত মজলিসের কর্মিরা ব্যানার- ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকারে সভায় অংশ গ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়। ##